Market

সম্প্রতি সাত ঘণ্টার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যপক দুর্ভোগ পোহাতে হয় বিশ্বব্যপী কোটি কোটি গ্রাহকদের। একইসঙ্গে ধ্বস নামে ফেসবুকের শেয়ারে। কিন্তু এরই মধ্যে উঠে এলো একেবারে নতুন তথ্য। যেখানে স্পষ্ট, ফেসবুক বিভ্রাট শুধু মার্ক জুকারবার্গের আর্থিক ক্ষতিই করেনি। বরং পাশাপাশি ক্ষতি হয়েছে বিশ্ব অর্থনীতিতেও।
সাত ঘণ্টায় পরিষেবা বন্ধ থাকার কারণে প্রতি ঘণ্টায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতির অঙ্ক পৌঁছে যায় ১৬ কোটি ডলারে । অর্থাৎ সাত ঘণ্টায় বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় ১১২ কোটি ডলারের মত। তার অন্যতম প্রধান কারণ এই তিন প্ল্যাটফর্মের পরিষেবার একযোগে বিভ্রাট। সূত্রের খবর, এই তিনটি প্ল্যাটফর্মের পরিকাঠামো মোটের উপর একই। এদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মত প্ল্যাটফর্ম প্রতি ঘণ্টায় বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য ভালোরকম জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দেখা গিয়েছে, কয়েক ঘণ্টার বিভ্রাট যেন বড় রকমের আর্থিক ক্ষতি তৈরি করে দিল। শুধুমাত্র আমেরিকাতে ক্ষতি হয়েছে ২৩ কোটি ডলারের বেশি।
এদিকে ফেসবুকের শেয়ারের দর কমেছে নজিরবিহীনভাবে। কারণ প্রতিদিন ফেসবুকের শেয়ার সক্রিয়ভাবে ব্যবহার করেন প্রায় ২০০ কোটি মানুষ। এক বড় অঙ্কের বিজ্ঞাপন থেকেও ফেসবুকের আয় আসে। কিন্তু বিভ্রাটের কারণে ফেসবুক বিজ্ঞাপন থেকে আয় হারিয়েছে ঘণ্টায় সাড়ে ৫ লক্ষ ডলারের কাছাকাছি। পরিবর্তে মানুষের মধ্যে টেলিগ্রাম এবং টুইটারের প্রতি ব্যপক আস্থা তৈরি হয়। এমনিতেই ফেসবুকের শেয়ার কয়েকদিন যাবত নিচের দিকে ছিল। এই বিভ্রাট যেন পারা পতনের গতি আরও একটু বাড়িয়ে দিল। ফলে শেয়ারের মূল্য নিম্নমুখীই থেকে যায়। এখন কবে আবার নিজের জায়গায় ফিরে আসে ফেসবুকের শেয়ার, সেদিকেই লক্ষ্য রাখবেন বিশ্ববাসী।
ব্যুরো রিপোর্ট