Market

ইস্পাত পণ্যের উৎপাদন বাড়াতে তৎপর শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি। বড়োসড়ো লগ্নির পরিকল্পনা করেছে তারা। আগামী চার বছরের মধ্যে ২৮৯৪ কোটি টাকা লগ্নির লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ। যার বেশিরভাগটাই ব্যবহার করা হবে পশ্চিম বর্ধমানে তাদের জামুড়িয়ার কারখানায় এবং বাকিটা সংস্থার ওড়িশার সম্বলপুরের কারখানায়।
সংস্থার ভাইস চেয়ারম্যান ব্রিজভূষণ আগরওয়াল জানান, ২০২৪-২৫ সালের মধ্যেই দু’টি কারখানার সম্প্রসারণ সম্পূর্ণ হলে সংস্থার উৎপাদন ক্ষমতা বছরে ৫০.৭১ লক্ষ টন থেকে বেড়ে হবে প্রায় ১.১০ কোটি। ১৩০ মেগাওয়াটের আরও একটি নিজস্ব বিদ্যুৎ প্রকল্প প্রস্তুতে উদ্যোগী তারা। আগামী ১৪ জুন বাজারে আসতে চলেছে এই নিয়ম।
ইতিমধ্যেই ৯০৯ কোটি টাকা তোলার পরিকল্পনা নিয়েছে শ্যাম মেটালিক্স সংস্থা। এর মধ্যে প্রোমোটারেরা ২৫২ কোটি টাকার শেয়ার ছাড়বে। বাকি ৬৫৭ কোটি টাকার নতুন শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট