Market

মহামারীর হানায় বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভয়াবহ অবস্থা দেশীয় শেয়ার বাজারের। ভারতের শেয়ার বাজার থেকে হারিয়ে যেতে শুরু করেছে বিপুল পরিমাণ বৈদেশিক পুঁজি। বর্তমান আর্থিক বছরে দাঁড়িয়ে যে অঙ্কটা প্রায় ৪০০ কোটি ডলারের কাছাকাছি। ফলে দর কমছে টাকার।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার তুলনায় ভারতের টাকার শোচনীয় হাল হয়ে দাঁড়িয়েছে। চলতি ত্রৈমাসিকে টাকার দাম কমেছে ২.২ শতাংশ। এমতবস্থায় সূচক আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। এর পাশাপাশি ভারতের বাণিজ্যিক ঘাটতির পরিমাণও এখন বিপুল। টাকার দাম কমে যাওয়ার পিছনে সেটাও একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি ও কারেন্ট অ্যাকাউন্ট গ্যাপ আগামী দিনে টাকার দাম কমাতে পারে। আর এই টাকার দাম কমলে, বাড়বে রপ্তানি বাণিজ্য। সাংঘাতিক এই মহামারীর ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতির পক্ষে তা বিশেষ লাভজনক হলেও আগের চেয়ে অনেক বেশি খরচ বাড়বে আমদানি ক্ষেত্রের।
টাকার দাম কমার কারণে চলতি অর্থবছরের নভেম্বরে ভারত বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির মুখোমুখি হয়েছিল। খাতায় কলমে যে সংখ্যাটা ২৩০০ কোটি ডলার। অর্থাত্ টাকার অঙ্কে যা ১ লক্ষ ৭৩ হাজার কোটি টাকার বেশি। এর আগে কখনই বাণিজ্য ঘাটতি দেখেনি দেশ। যদিও পর্যবেক্ষকদের আশা, আগামী দিনে ঘরে ফিরে আসবে বিদেশি পুঁজি। ফলে চেনা ছন্দে ফিরবে শেয়ার বাজার। আর দাম বাড়বে টাকারও।
ব্যুরো রিপোর্ট