Daily

৪৪কোটি টাকার বকেয়া তাও আবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের। এমন কাণ্ড শুনেছেন কখনও? অবিলম্বে তা জমা করার নির্দেশ দিল রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থা।
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা যখন টালমাটাল তখন খোদ সরকারি দফতরের মাসের পর মাস বিদ্যুত্ বিল জমা দিতে না পারার ঘটনায় রীতিমতো চিঠি দিয়ে কড়া বার্তা দিতে হচ্ছে রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থাকে।
রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থার তরফে দ্রুত এই বিল মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এত বিল বাকি পড়ল তা নিয়েও জানতে চাওয়া হয়েছে।এরমধ্যে শুধু দার্জিলিং জেলার একার বকেয়া বিলের পরিমাণ ১৬.৪০ কোটি টাকা। রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থার তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে জানানো হয়েছে
নদিয়া জেলা- ৫.০১ কোটি
হুগলি জেলা- ৪.৭০ কোটি,
বীরভূম- ২.২২ কোটি
মুর্শিদাবাদের – ২.১৬ কোটি
টাকা বিল বকেয়া রেখেছে। এছাড়াও মালদা,পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুর্ব মেদিনীপুর জেলার বকেয়া বিদ্যুত্ বিলও বেশ খানিকটা বেশি।
বকেয়া বিল মেটানোর জন্য রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থার পক্ষ থেকে গত ৩০ নভেম্বর প্রথম চিঠি দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে। এখন স্বাস্থ্য দফতরের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট