Academy

রাজ্যের সমস্ত পড়ুয়াদের উন্নত শিক্ষালাভ নিশ্চিত করতে আসছে নতুন শিক্ষানীতি। রূপ বদলাচ্ছে শিক্ষার। চালু হতে চলেছে হাব অ্যান্ড স্পোক সিস্টেম। বিদ্যালয়ের পড়ুয়াদের নানান খামতি মেটাতে এবং উচ্চশিক্ষার ধারণা দিতে অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্কুলগুলির সমন্বয় সাধন করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
দুর্গাপুজোর আগেই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে এলাকার ভাল পরিকাঠামোযুক্ত স্কুল বা কলেজকে হাব তৈরি করে তার অধীনে থাকবে অপেক্ষাকৃত কম পরিকাঠামোযুক্ত স্থানীয় স্কুল যেগুলোকে বলা হচ্ছে স্পোক। হাব স্কুল বা কলেজে গিয়ে স্পোক স্কুলের পড়ুয়ারা পড়াশুনা থেকে শুরু করে নানা রকম সুবিধা পেতে পারবে। এমনকি কলেজের শিক্ষকরাও স্পোক স্কুলে গিয়ে পড়িয়ে আসতে পারবেন। শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন করতেই এই প্রচেষ্টা। আগামী ৮ ও ৯ নভেম্বর জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট বা আইআইএম এ এই ব্যাপারে প্রশিক্ষণ শুরু হবে। প্রথম পর্যায়ে স্কুল ও কলেজের প্রধান শিক্ষকদেরই এই প্রশিক্ষণ নেওয়ার কথা।
উদ্যোগ ভাল হলেও দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে সেই নিয়ে শিক্ষক মহলে যথেষ্ট সন্দেহ আছে। আসলে এই মুহূর্তে স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ আছে। তার পরিবর্তে অন্য স্কুল কলেজ থেকে শিক্ষকরা এলে কি পড়ুয়ারা আদৌ উপকৃত হবে? অন্য স্কুল কলেজের শিক্ষকরা কি সবসময় স্পোক স্কুলে গিয়ে ক্লাস নিতে সক্ষম হবেন? প্রধান শিক্ষকদের সংগঠন Advanced society for Headmasters and Headmistresses এর সম্পাদক চন্দন মাইতির মতে এই হাব অ্যান্ড স্পোক সিস্টেম স্বল্প সময়ের জন্য কার্যকর হলেও দীর্ঘ মেয়াদে এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। যারা শিক্ষক নিয়োগের দাবিতে বহুদিন ধরে বিক্ষোভ করছেন তাদের কাছে এটা একটা জোড়াতালি ব্যবস্থা। তাদের মতে এইভাবে জোড়াতালি না দিয়ে যদি শিক্ষক নিয়োগ করা হতো তাহলে পড়ুয়ারা সত্যি সত্যি উপকৃত হতো। তাই রাজ্য সরকারের এই নতুন প্রকল্প কতটা সফল হবে তা একমাত্র সময়ই বলতে পারবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ