Market

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়াতে চলেছে এফএমসিজি জায়ান্ট হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ক্রেতাদের পকেটে টান পড়লেও সার্ফ এক্সেল থেকে লাক্সের মত ডিটারজেন্ট এবং সাবানের ওপর ৩.৫ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে।
হুইলের মত সর্বস্তরে বিক্রিত ডিটারজেন্টের ৫০০ গ্রাম এবং ১ কিলোগ্রামের প্যাকেটের দাম যেমন বাড়তে পারে এক থেকে দু’টাকা তেমনই বাড়তে পারে রিন সাবানের দামও। এছাড়াও রয়েছে সার্ফ এক্সেল বা লাক্সের মত জনপ্রিয় পণ্যগুলি কেনার জন্য ক্রেতাদের খরচ করতে হবে আগের চেয়ে কিছুটা বেশিই। কিন্তু আকস্মিক এই মূল্যবৃদ্ধির কারণ?
সূত্রের খবর, হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারের সূচক বোম্বের শেয়ার বাজারে ভালোরকম উত্থান দেখেছে। যা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, এই সংস্থার পণ্য বিক্রিতে সেই অর্থে ভাটা নামেনি। বরং চাহিদা এবং জনপ্রিয়তা মোটের ওপর চাঙ্গা। আর সেই কারণে হিন্দুস্তান ইউনিলিভার তাদের তৈরি পণ্যের মূল্যবৃদ্ধি করে নিজেদের বাজার আরও একটু শক্ত করল।
ব্যুরো রিপোর্ট