Prime
Daily
সঠিক মূল্যায়নের দাবিতে উত্তাল স্কুল চত্বর
By sanchitabpn21 | August 2, 2021
Daily
সঠিক মূল্যায়ন না হওয়ায় উত্তাল স্কুল চত্বর। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পরে বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, সঠিক মূল্যায়ন করা হয়নি বলেই, যাদের কম নম্বর পাওয়ার কথা তারা বেশি নম্বর পেয়ে গিয়েছে। এমনকি তাদের দাবি, স্কুল শিক্ষকের কাছে যারা টিউশন পড়ত, অবিশ্বাস্য ভাবে তাদের নম্বরের বহর আকাশ ছোঁয়া। ভালো নম্বর পাওয়া থেকে বাদ পড়ে গিয়েছে স্কুলের ভালো ছাত্ররা। কোনোরকম সহযোগিতা করেনি স্কুলের প্রিন্সিপাল। কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে, তার প্রয়োজনীয় নথিও দেখাতে নারাজ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকে অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে। ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
অঙ্কিত মুখার্জি, বারাসাত