Daily

৪৮-এর জন্মদিনে বড় চমক দিলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। যদিও আগেই জানা গিয়েছিলো জন্মদিনের দিন বড় কিছু একটা ঘোষণা করতে চলেছেন হৃত্বিক রোশন। যা জানার জন্য ক্রমশ উত্তেজনা বাড়ছিল ভক্তদের মধ্যে আর সেই চমকই ভক্তদের দিলেন নিজের বিক্রম বেদা র ফার্স্ট লুক সামনে এনে। আর সেই লুক প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজনা তু্ঙ্গে দর্শকদের মধ্যে।
ছবিতে এককথায় বলতে গেলে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিলেন অভিনেতা। ছবি দেখে মনে হচ্ছে কোন অ্যাকশন দৃশ্যের শটের ছবি।
গত বছর অক্টোবর মাস থেকেই ‘বিক্রম বেদা’-ছবির শুটিং শুরু হয়েছিল।
আর সম্প্রতি নিজের টুইটারে ‘বিক্রম বেদা’-র প্রথম ঝলক শেয়ার করে রীতিমতো ঝড় তুলেছেন হৃত্বিক। ছবি শেয়ার করে ক্যাপশনে নিজের চরিত্রের নাম লিখেছেন ‘বেদা’। যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রাচীন লোকগাথা বেতাল পঞ্চবিংশতি-র অনুপ্রেরণায় আসছে এই ছবি। ছবিতে পুলিশ ইন্সপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। তবে ভালো ও মন্দের লড়াইয়ে দুজন মুখোমুখি হওয়ার পর কীভাবে গ্যাংস্টার বেদা পাল্টে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি, এই নিয়েই ছবির গল্প ।
পুস্কর এবং গায়ত্রী র পরিচালনায় তামিলের সুপারহিট ছবি ‘বিক্রম বেদা’-হিন্দি রিমেক এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় শেতুপতি। হিন্দি সিনেমাতেও পরিচালনায় রয়েছেন তারাই।
বিক্রম বেদা’ ছবিতে গ্যাংস্টার বেদা চরিত্রে রয়েছেন হৃত্বিক রোশন। এবং সইফ আলি খান পুলিশ অফিসার। দীর্ঘ ১৯ বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সইফ ও হৃত্বিক। করোনা নতুন খেলা শুরু না করলে, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ