Jobs

২৫৫ জন চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগ করতে চলেছে এইচপিসিএল বায়োফুয়েল। ম্যানেজমেন্ট, নন ম্যানেজমেন্ট এবং অন্যান্য পদের জন্য যোগ্য এবং উপযুক্ত প্রার্থীরা আবেদন করুন আজই।
ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৬ই অক্টোবর সন্ধে ৬ টার মধ্যে নিজেদের বায়োডাটা, প্রয়োজনীয় সার্টিফিকেট, এবং সেল্ফ অ্যাটেস্টেড কপি সহ কোম্পানির নিজস্ব ঠিকানায় আবেদন করতে পারেন। আবেদন করার ঠিকানা- এইচপিসিএল বায়োফুয়েল লিমিটেড, হাউস নং ৯, শ্রী সদন, পাটুলিপুত্র কলোনি, পাটনা– ৮০০১৩।
প্রার্থীর নূন্যতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৫৭ বছর হতে হবে। কিভাবে নির্বাচন কিভাবে হবে? ম্যানেজমেন্ট পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। টেলিফোনিক, স্কাইপ অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীকে ইন্টারভিউ দিতে হবে। অন্যদিকে নন-ম্যানেজমেন্ট প্রার্থীদের একটা মেরিট লিস্ট বের করা হবে। প্রয়োজনে স্কিল টেস্টও করা হতে পারে।
ব্যুরো রিপোর্ট