Trending

দীঘা ভ্রমণে আর ঝক্কি পোহাতে হবে না সমুদ্র প্রেমীদের। সাধের হলিডে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সম্প্রতি চাকা ঘুরল হাওড়া-দীঘা স্পেশ্যাল এক্সপ্রেসের।
সকাল ৬:৫০ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। দীঘায় পৌঁছচ্ছে সকাল ১০:১৫ মিনিটে। এবং দীঘা থেকে ট্রেনটি আবার ছাড়ছে সকাল ১০:৩৫ মিনিটে। হাওড়ায় ঢুকছে দুপুর ১:৫৫ নাগাদ। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেরিয়া, মেচেদা, তমলুক, কাঁথি ও রামনগর স্টেশনে দাঁড়াচ্ছে।
০২২৫৭ আপ এবং ০২২৫৮ ডাউন হাওড়া-দীঘা ট্রেনটি অতিমারির প্রথম ঢেউয়ের পর কয়েকদিনের জন্য চালু হলেও রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় এই ট্রেন। অবশেষে ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকরা। ট্রেনটি আগের মতোই প্রতিদিনই যাতায়াত করবে হাওড়া থেকে দিঘা, থেকে হাওড়া।
প্রসূণ ব্যানার্জী
পশ্চিম মেদিনীপুর