Trending

জোম্যাটো বা সুইগি আপনাকে কত টাকা ডিস্কাউন্ট দেয়? ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিন্ত্রা থেকে আপনি কতই বা আর ডিসকাউন্ট পান? এখন সেই ডিসকাউন্টের পরিমাণ বাড়তে চলেছে। আচ্ছে দিন আসছে। থ্যাঙ্কস টু দ্য ফর লেটার ওয়ার্ড, ONDC। বা Open Network for Digital Commerce. ট্রুলি মেক ইন ইন্ডিয়া ই-কমার্স প্ল্যাটফর্ম। যার ধামাকাদার এন্ট্রিতে থরহরি কম্প অ্যামাজন ইন্ডিয়া থেকে শুরু করে ফ্লিপকার্ট, জোম্যাটো বা সুইগির মতো দুঁদে ই-কমার্স প্ল্যাটফর্ম।
এপ্রিল ২০২২ তে দিল্লি, ব্যাঙ্গালোর, কোয়েম্বাটোর, ভোপাল এবং শিলং-এ সফট লঞ্চ হয় ONDC-র। ইতিমধ্যেই এর সঙ্গে জুড়ে গিয়েছে ফোনপে, রেজরপে পেটিএম-এর মতো প্ল্যাটফর্ম। ওহ হ্যাঁ! মাইক্রোসফটও কিন্তু অলরেডি ONDC জয়েন করে ফেলেছে।
ওয়েট! যাকে নিয়ে এত কথা হচ্ছে, মানে ONDC। সেটা কী? এটা কি কোন অ্যাপ? কোন প্ল্যাটফর্ম? নাকি কোন গভর্নমেন্ট বডি? ONDC হচ্ছে একটা নেটওয়ার্ক। আর ওয়ার্কিং মেকানিজম অনেকটা ইউপিআই-এর সঙ্গে সিমিলার। ইয়েস, ইউপিআই যা ডিজিটাল পেমেন্টে রেভলিউশন ডেকে এনেছে।
আপনারা সকলেই জানেন যে, ইউপিআই-এর আগে ম্যাক্সিমাম ট্রানজাকশন ডেবিট, ক্রেডিট আর ইন্টারনেট ব্যাঙ্কিং-এর থ্রু-তে হত। আর সেক্ষেত্রে বায়ার থেকে সেলার অবধি রিচ করতে গেলে মাস্টারকার্ড বা ভিসার মতো মিডিয়েটর-এর থ্রুতে রিচ করতে হয়। যে জন্য আপনার পকেট থেকে বাড়তি পয়সাও খসেছে যথেষ্ট। মিডিয়েটরের সমস্যা দূর করতে এবং ব্যাঙ্ক-বায়ার-সেলারের মধ্যে ডিরেক্ট কানেকশন তৈরি করতে মার্কেটে আসে ইউপিআই। ই-কমার্সের মেকানিজমটাও সেম।
But the question is, ম্যাজিকটা কী? কেনই বা ভয় পাচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো বা সুইগির মতো তাবড় তাবড় প্ল্যাটফর্মগুলো? ম্যাজিকটা নিজের চোখেই দেখে নিন।
টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই টক অফ দ্য টাউনে ONDC। কেন? কারণ, দামে কম মানে ভালো… বাকিটা অপ্রয়োজনীয়। সম্প্রতি এক টুইটার ইউজার জোম্যাটোর সঙ্গে ONDC-র দামের একটা তুলনামূলক লিস্ট শেয়ার করেন। অ্যান্ড ইমাজিন হোয়াট? সবকিছুতেই প্রায় ৫০ টাকা দামের তফাৎ নজরে আসে তার। মানুষজন তো ইতিমধ্যেই এই খবর পেয়ে রীতিমত ইম্প্রেসড। ই-কমার্সের ইউপিআই বলে অ্যাক্সেপ্টও করে নিয়েছে।
অফলাইনে কেনাকাটা করতে গেলে আগে আপনাকে সাতপাঁচ ভেবে নিতে হয়। কখন মার্কেট খোলা থাকবে? পকেটে কত ক্যাশ আছে? ইত্যাদি ইত্যাদি… But internet brings a huge change here. And so does Jeff Bezos. অফলাইনে কেনাকাটার ঝঞ্ঝাট দূর করতে জেফ ভাই আপনাকে এমন একটা ই-কমার্স প্ল্যাটফর্ম গিফট করলো,যেখানে সেলার এবং বায়ার ডিরেক্টলি কানেক্টেড হতে পারে। ইনভেন্টারি থেকে শুরু করে বিলিং এবং ডেলিভারি- এই পুরো সিস্টেমটা সে নিজে একা হাতে ম্যানেজ করে। He is such a sweetheart right? Actually not!
বেসিক্যালি কী হল? জেফ ভাই আপনার থেকে প্রোডাক্টের অ্যাকচ্যুয়াল প্রাইসটাই হাইড করে গেল। অ্যামাজনে যেকোনো প্রোডাক্টের রিটেল এবং ডেলিভারি প্রাইস এতটাই ফ্লাকচুয়েট করে যে আপনি প্রোডাক্টের অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কখনও জানতেই পারেন না। কম দামে অনলাইনে জিনিস কেনেন। আর এদিকে হাপিত্যেশ করেন লোকাল দোকানদারেরা।
আচ্ছা আপনাদের কি মনে হয়? ONDC কি লোকাল ইকোনমিক ডেভলপমেন্টের ক্ষেত্রে একটা রেভলিউশন হতে পারে? তার আগে বলে নেই, ONDC-র লক্ষ্যটা কী? জিওমার্ট, অ্যামাজন, ফ্লিপকার্টের জন্য যে লোকাল ব্যবসায়ীরা এতদিন জমিয়ে ব্যবসা করতে পাচ্ছিলেন না, তাদের জন্য এটা Definitelyএকটা Golden opportunity। শুধু নিয়ম করে রেজিস্ট্রেশনটুকু করে ফেলতে হবে। বেসিক্যালি in brief, ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যামাজন বা ফ্লিপকার্টের মনোপলিকে ভেঙে দেওয়াই ONDC-র প্রধান লক্ষ্য। কাজেই সঠিকভাবে অ্যাক্সেস করা গেলে SME বিজনেসম্যানদের জন্য এটা ডেফিনেটলি একটা wider range open হতে চলেছে। কি করতে হবে, ভাবছেন তো?
প্রথমত, পেটিএমের মাধ্যমে ONDC-তে পৌঁছলে আপনি যেকোনো প্রোডাক্টের জন্য সেলারদের একটা লম্বা লিস্ট দেখতে পাবেন। সেখানে যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কেনাকাটা করার অপশন পাবেন, তেমনই পাড়ার দোকানের থেকে কেনাকাটার অপশন পাবেন। কোন অপশনটা চুজ করবেন সেটাও আপনার ওপরেই ডিপেন্ড করছে। ডেলিভারি কি করে পাবেন? রয়েছে ডেলিভারি পার্টনার চুজ করার অপশনও। এবং এই পুরো প্রসেসটা হবে অ্যামাজন বা ফ্লিপকার্টের ডিম্যান্ড করা দামের থেকে ৫০ টাকা কমে।
দ্বিতীয় উদ্দেশ্য কী? ভারতের অনলাইন রিটেল মার্কেটের এক্সপানশন। যা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের ঘরে ঘোরাফেরা করছে। যার মধ্যে মাত্র ৭% কন্ট্রিবিউশন রয়েছে ই-কমার্সের তরফে! টায়ার২ এবং টায়ার ৩ সিটিকে অনলাইন রিটেলিং সার্ভিসের আওতায় আনতেই এই পদক্ষেপ যেখানে ONDC- may be the game changer. কেন?
কারণ এই ONDC-র মাধ্যমে লোকাল বিজনেস এবং এমএসএমই-র কাছে সেইসমস্ত টেকনোলজি এবং ডিস্ট্রিবিউশনের অ্যাক্সেস আসবে, যা কি না এতদিন শুধুমাত্র বড় বড় কোম্পানির কাছেই থাকত। In short, ONDC- ই-কমার্স স্পেসের Democratizing করার উদ্দেশ্যেই মার্কেটে এসেছে। আশা করা হচ্ছে, ONDC-কে ব্যবহার করে গোটা ভারতের প্রায় ১/৩ portion অনলাইন Retail Marketing-এর আওতায় নিয়ে আসা সম্ভব হবে তাও আবার এই অর্থবর্ষের মধ্যেই।
‘पहले इस्तेमाल करो फिर विश्वास करो’… সেম থিং গোজ উইথ ONDC। তবে Positive thing is that, এটা একটা Non-profit Innitiative। এবং এখানে রেজিস্টার করতে আপনাকে কোনরকম টাকা খরচ করতে হবে না। For your information, ইতিমধ্যেই প্রায় ৩৬ হাজার মার্চেন্ট এবং ওলা, উবের, আইটিসি, মিশো, বোটসহ আরও ৪৬ টি নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এই ONDC-তে এনলিস্টেড রয়েছে। তবে, এটা ইউপিআই-এর মতো রেভলিউশনারি নাকি বিএসএনএল-এর মতো ফ্লপ, সেটা তো সময়ই বলবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ