Trending
বর্তমান সময়ে রেশন কার্ডের গুরুত্ব কতটা আমরা সবাই জানি। রেশন কার্ডকে যেমন সরকারি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হয় তেমনই রেশন কার্ডের মাধ্যমে সরকারের পাঠানো খাদ্যশস্য পাওয়া যায় নামমাত্র মূল্যে। আর পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প চালু হবার পর থেকে তো রেশন কার্ডের প্রয়োজনীয়তা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সেই রেশন কার্ডেই যদি আপনার ফোন নাম্বার ভুল থাকে এবং আপনি যদি রাজ্য সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত হন? তাই জেনে নেওয়া যাক রেশন কার্ডে ফোন নাম্বার ভুল থাকলে কিভাবে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।
প্রথমেই আপনাকে যেতে হবে food.wb.gov.in এই ওয়েবসাইটে।
সেখানে বাঁদিকে রেশন কার্ড বলে একটি অপশন পাবেন। তার ওপর মাউজ নিয়ে গেলেই আরও বেশ কয়েকটি অপশন বেরিয়ে আসবে।
তারমধ্যে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন। সেখানে মাউজ নিয়ে যান।
বেরিয়ে আসবে আরও বেশ কিছু অপশন। তার মধ্যে থেকে সিলেক্ট করুন অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিজটিং রেশন কার্ডস (ফর্ম-১১) অপশনটি।
এরপর প্রয়োজন পড়বে মোবাইল নম্বরের। ওটিপি দিয়ে লগ-ইন করুন।
মোবাইল নম্বর খেয়াল না পড়লে ক্লিক করুন আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড অপশনে।
লগ ইন হয়ে গেলে দিতে হবে আধার কার্ডের নম্বর।
তথ্য নির্ভুলভাবে দেওয়া হয়ে গেলে এবার নতুন মোবাইল নাম্বারটি দিন।
অবশেষে সেভ সিলেক্ট করে বেরিয়ে যান।
আর এই কয়েকটি ধাপ নির্ভুলভাবে করতে পারলে আপনার রেশন কার্ডেও সঠিক ফোন নাম্বারটি আপডেট হয়ে যাবে।
ব্যুরো রিপোর্ট