Daily

খুব সম্প্রতি ঘনঘন বজ্রপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। আর সেই বাজ পড়ার কারণে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এদিকে বর্ষা প্রায় চলেই এসেছে। তাই, প্রাণঘাতী বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবার জন্য মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। আর সেই নিয়মগুলি মেনে চলতে পারলে মাথায় আর বাজ পড়বে না।
১। সাধারণ ঘনঘন বাজ পড়ার মত পরিস্থিতি তৈরি হলে সেটা ৩০-৩৫ মিনিট মত স্থায়ী হয়। চেষ্টা করবেন এই সময়টুকু ঘরের মধ্যে থাকতে। একান্ত প্রয়োজনে বেরোতে হলেও রাবারের জুতো পায়ে দিয়ে যাবেন। কারণ রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
২। এমন একটা সময় বাজ পড়া শুরু হল যখন আপনি খোলা মাঠে বা জমিতে আছেন। সঙ্গে সঙ্গে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়ুন।
৩। বাজ পড়ার আশঙ্কা তৈরি হলে সঙ্গে সঙ্গে কোন কংক্রিটের ছাউনির নীচে আশ্রয় নিন। উঁচু খোলা জায়গায় দাঁড়ানো আপনার জন্য প্রাণঘাতী হতে পারে।
৪। বাজ পড়ার সময় শিশুদের দিকে খেয়াল রাখুন। তারা কোনভাবেই যেন বাইরে না খেলে। কারণ এই সময় ঘরের ভেতরে থাকা সবচেয়ে জরুরি।
৫। মাথায় রাখবেন, বাজ পড়াকালীন কখনওই গাছ, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ, মোবাইল টাওয়ারের কাছাকাছি বা নীচে দাঁড়াবেন না। জীবন সংশয়ের সম্ভাবনা তৈরি হয় সবচেয়ে বেশি।
৬। মৎস্যজীবীদের ক্ষেত্রে ছাউনি বিহীন নৌকো একেবারেই নিরাপদ নয়। আর মাঝ সমুদ্রে বা নদীতে থাকলে ছাউনির তলায় চলে আসাই বুদ্ধিমানের কাজ হবে।
৭। গাড়ির ভেতরে যদি কেউ থাকেন তবে গাড়ির ধাতব অংশের সাথে নিজেকে সংস্পর্শ করাবেন না।
ব্যুরো রিপোর্ট