Finance

বিজনেস প্রাইম নিউজের প্রাইম ফিনান্সে আলোচনার মুখ্য বিষয় ফিনান্সের জানা অজানা নানান বিষয়। যে প্রশ্নটা সন্দীপন করেছেন সেটা আরেকবার ক্লিয়ার করা যাক। সন্দীপনবাবুর বয়স ২৫। প্যাকেজ পাচ্ছেন ইয়ারলি ৮ লাখ টাকার মতন। কিন্তু তিনি জানেন না কিভাবে ট্যাক্স বাঁচানো সম্ভব। আর যে কারণে একটা মোটা অঙ্ক তাঁকে ট্যাক্সও দিতে হয়েছে। তবে এই প্রবলেমটা শুধু সন্দীপনের নয়। সন্দীপনের মত অনেকের কাছে এই বিষয়টা এখনো একেবারেই ক্লিয়ার নয়। শুধু অনেক টাকা রোজগার করলেই হল না। তার সঙ্গে প্রয়োজন একটা প্রপার প্ল্যানিং। তাই প্রথম থেকে প্ল্যানিং করলে সন্দীপনও ট্যাক্সটা বাঁচাতে পারতেন। কীভাবে? রইল একটা ছোট্ট আলোচনা।
সন্দীপনের মত ইনডিভিজুয়ালস যাদের ইয়ারলি প্যাকেজ ৮ লাখ টাকা। বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। তাঁরা এখন থেকেই একটা প্রপার প্ল্যান করেন। ভবিষ্যতের জন্য। কিন্তু খেয়াল রাখতে হবে যে টাকা জমানোর পাশাপাশি তাঁকে কিন্তু ট্যাক্সটাও যতটা সম্ভব বাঁচাতে হবে। কারণ ভারত সরকারের রেগুলেশন অনুযায়ী, ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে না। তার মানেটা কি দাঁড়াল? মানেটা এই যে, যে ৮ লাখ টাকা বছরে রোজগার করছেন তাঁকে ট্যাক্স দিতে হবে ৩ লাখ টাকার ওপর। খেয়াল রাখবেন, এই ট্যাক্সেবল অ্যামাউন্টটাও কিন্তু একেবারে কম নয়। তাই র খেয়াল রাখতে হবে কোথায় ইনভেস্ট করলে ঐ সমান অ্যামাউন্টের ট্যাক্সের অঙ্কটাকে বাঁচানো সম্ভব।
আমাদের কাছে মোট ৬ ধরণের ইনস্ট্রুমেন্ট আছে। তারই তিনটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব।
PPF: PPF বা Public Provident Fund. এখানে আপনি চাইলে মিনিমাম ৫০০ টাকা থেকে একেবারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর ইনভেস্ট করতে পারবেন। এখানে ইনভেস্ট করার সুবিধা কি জানেন? এখন ভারত সরকার পিপিএফে টাকা রাখার জন্য ৭.১০% ইন্টারেস্ট ধার্য করেছে। কিন্তু খেয়াল রাখবেন, এখানে ইনভেস্ট করলে কিন্তু ১৫ বছরের জন্য আপনাকে টাকা রাখতে হবে ভারত সরকারের কাছে।
NSC: PPF এর মত ইনভেস্ট করার আরও একটা জায়গা হল NSC বা National Saving Certificate. এখানে অবশ্য পিপিএফের মত মিনিমাম অঙ্কটা ৫০০ নয়- ১০০। আর ম্যাক্সিমাম যে অঙ্কটা আপনি এখানেও ইনভেস্ট করতে পারবেন সেটা ১.৫ লক্ষ টাকা। Indian Government এনএসসিতে টাকা রাখার জন্য ইন্টারেস্ট রেস্ট রেখেছে ৬.৮০ শতাংশ।
Tax free bank FDঃ এখানে অবশ্য আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে মিনিমাম যে টাকাটা ইনভেস্ট করতে হবে সেটা হল ১ হাজার টাকা। আর করতে পারবেন ম্যাক্সিমাম আপটু ১.৫ লক্ষ টাকা। ইয়ারলি। তবে খেয়াল রাখবেন, এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনাকে টাকাটা ৫ বছর পর্যন্ত ব্যাঙ্কের কাছে জমা রাখতে হবে।
এছাড়াও রয়েছে আরও তিন ধরণের ইনস্ট্রুমেন্ট। যেগুলো শেয়ার করব আপনাদের সাথে, পরবর্তীতে। তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের queries গুলো।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ