Story
সুপ্রিমকোর্টে কেন্দ্রীয় সরকার ফলকনামা দিয়ে জানিয়েছে করোনায় মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়র হাতে তুলে দেয়া হবে এককালীন ৫০ হাজার টাকা।
কেন্দ্রীয় সরকার সুপ্রিমকোর্টে হলফনামা দেওয়ার পর থেকেই রাজ্যে রাজ্যে শুরু হয়েছে করোনায় মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়ের হাতে এক কালীন ৫০ হাজার টাকা তুলে দেওয়ার প্রক্রিয়া।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
আপনার বাড়িতে কেউ যদি করোনায় মারা গিয়ে থাকেন অথবা আপনার পরিচিত কেউ যদি করোনায় মারা গিয়ে থাকেন অথচ এখনও সরকারি ক্ষতিপূরণ পাননি। কিন্তু শুনেছেন ক্ষতিপূরণের কথা।
তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত দরকারি ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন? কোথায় আবেদন করবেন? আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্ট বা নথি আপনাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। বিস্তারিত ইনফরমেশন পাবেন আপনি এই ভিডিওতে।
পশ্চিমবঙ্গ সরকার চলতি মাসের ১৮ তারিখে একটি মেমো জারি করে নবান্ন থেকে। সেই মেমো নম্বর হলো ১৯৯৫- DMCD, তারিখ ১৮-১১-২০২১
আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে আবেদন করতে হবে যে এলাকায় আপনি বসবাস করেন সেখানকার বিডিও অফিসে। আর যদি আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন তাহলে আপনাকে আবেদন করতে হবে আপনার মহকুমায় বা সাবডিভিশনে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা এসডিও দপ্তরে।
এখন, কি কি ডকুমেন্ট নিয়ে আপনি ব্লক অফিস কিংবা এসডিও অফিসে যাবেন।
মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট যেখানে স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে কোভিড ১৯ এর কথা উল্লেখ করেছেন।
মৃত ব্যক্তির আধার কার্ড কিংবা ভোটার পরিচয় পত্র।
মৃত ব্যক্তির নিকট আত্মীয় হিসেবে যিনি আবেদন করছেন তার আধার কার্ড অথবা ভোটার পরিচয় পত্র।
আবেদনকারী নিকটাত্মীয় ব্যাংকের পাস বুক প্রথম পৃষ্ঠার জেরক্স কপি কিংবা বাতিল চেক এই আবেদনের সঙ্গে জুড়ে দিতে হবে
পঞ্চায়েত কিংবা পুরসভা সেই সার্টিফিকেট আপনাকে পেশ করতে হবে যেখানে আবেদনকারীকে মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শংসাপত্র প্রদান করবেন।
আপনি কি মৃত ব্যক্তির নিকট আত্মীয়? তবে, তার প্রমাণ হিসেবে আপনাকে দিতে হবে আবেদনের সঙ্গে নোটারি পাবলিক কিংবা ম্যাজিস্ট্রেটের হলফনামা বা এফিডেভিট।
এখন কিভাবে আপনি ফর্ম তুলবেন?
আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকার সংশ্লিষ্ট ব্লক বা মহকুমা শাসকের দপ্তর থেকে সরাসরি ফর্ম তুলতে পারেন। আবার অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন।
যে জেলায় আপনি বসবাস করেন সেখানকার যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে সেই জেলার জেলা শাসকের দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন।
যেমন যিনি উত্তর ২৪ পরগনা জেলার বসবাস করছেন তিনি ফর্ম ডাউনলোড করবেন এই ঠিকানায়
http://north24parganas.gov.in থেকে।
আবার যিনি নদীয়ার বসবাস করেন তিনি ডাউনলোড করবেন
তাহলে দেখলেন, কিভাবে আবেদন করতে হবে আর এই ভাবে আবেদন করলে আপনারা পাবেন সরকারি ক্ষতিপূরণের টাকা।
আমাদের এই ভিডিওটি ভাল লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে আপনার বন্ধুদেরও কাজে লাগে এই ভিডিওটি। এরকম দরকারি ভিডিও আর ইনফর্মেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগনা