Market

পিএম কিষাণের নবম কিস্তির টাকা পাবেন কিভাবে? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর নবম কিস্তির টাকা অগাস্ট-নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে দেশের ১২ কোটি কৃষকের অ্যাকাউন্টে। এই যোজনার সুবিধে কেবল তাঁরাই পাবেন, যাদের চাষের জমি রয়েছে।
কিভাবে জানবেন আপনি টাকা পাবেন কিনা?
প্রথমেই কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে যান। ওয়েবসাইটটি হল https://pmkisan.gov.in
তারপর ক্লিক করুন ফার্মার্স কর্নারের অপশনে
সেখান থেকে চলে যান বেনিফিশিয়ারিজ লিস্টে
ক্লিক করলেই ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা ব্লক এবং গ্রাম সিলেক্ট করুন
এরপর ক্লিক করতে হবে গেট রিপোর্টে
সুবিধাভোগীদের যে লিস্ট চলে আসবে, সেখানেই চেক করে নিন আপনার নাম
উল্লেখ্য, এই স্কিমে সরকার ছোট ছোট কৃষকদের প্রতি বছরে ৬০০০ টাকা দিয়ে সাহায্য করে থাকেন। তৃতীয় কিস্তি হিসেবে এটি দেওয়া হয় ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে। সূত্রের খবর, ৭ জুলাই পর্যন্ত ১২ কোটির বেশি কৃষক এই যোজনায় রেজিস্টার করিয়েছেন। অগাস্ট মাসে কেন্দ্র জারি করবে নবম কিস্তি। যে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে নভেম্বরের মধ্যে।
ব্যুরো রিপোর্ট