Trending
অতিমারির কারণে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে এখন অনলাইন ক্লাস। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। একটা নির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার্থীদের সকলকে উত্তীর্ণ করে দেওয়া হবে। এর মধ্যেই শুরু হয়ে গেছে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া। আসুন আজকে আমরা দেখে নিই কিভাবে আপনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীগুলোতে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। কী কী করতে হবে কোন ইউআরএলে আপনাকে ক্লিক করতে হবে সেটাই বিস্তারিতভাবে জেনে নিন এই রিপোর্টে।
অন্যান্য বছরের মতো এই বছরেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গেলে ছাত্র-ছাত্রীদের দিতে হবে একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীর জন্য উত্তীর্ণ হওয়া আবশ্যক। যেহেতু এই পরীক্ষাটি আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাই ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন ফর্মটি ভর্তি করার জন্য ক্লিক করতে হবে নিচের দেখানো লিংকে।
প্রথমে ছাত্র-ছাত্রীদের এই লিঙ্কে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবার পর একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন সাকসেসফুল দেখালে ছাত্রছাত্রীরা তবেই ফর্ম পূরণের পরবর্তী ধাপে পৌঁছতে পারবেন। সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের হাতে করা সইয়ে স্ক্যান কপি অবশ্যই। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সময় সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ফর্মে দেওয়া তথ্য যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে। খেয়াল রাখবেন প্রবেশিকা পরীক্ষায় কারা উত্তীর্ণ হবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় rank অনুযায়ী ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন।
স্নাতক এবং স্নাতকোত্তর এর জন্য অ্যাপ্লিকেশন ফি সাড়ে ৩০০ টাকা এবং ব্যাঙ্ক চার্জ ১০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া সম্ভব হবে। ফি দেওয়া সম্পূর্ণ হলে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ভর্তি করা হয়ে গেলে একটি কনফার্মেশন পেজ পাওয়া যাবে যা প্রিন্ট আউট করে পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জন্য রেখে দিতে হবে।
খেয়াল রাখবেন স্নাতক স্তরে অ্যাপ্লিকেশন ফর্ম পুরণ শেষ হয়ে গেলেও স্নাতকোত্তর স্তরে এখনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের শেষ তারিখ রয়েছে অমীমাংসিত। স্নাতকোত্তর স্তরে এপ্লিকেশন ফর্ম পূরণ শুরু হয়েছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। স্নাতকোত্তর স্তরে প্রবেশ করার জন্য পরীক্ষার দিন ধার্য করা হয়েছে ১৪ আগস্ট।
ব্যুরো রিপোর্ট