Trending

আধার কার্ড ডাউনলোড করার জন্য কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক বলেই আমরা জানি। কিন্তু সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, আধার ডাউনলোডের জন্য আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আবশ্যিক নয়। সুতরাং যাদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা নেই, তারাও ১২ সংখ্যার এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। তার জন্য লগ-ইন করতে হবে ইউআইডিএআই-এর ওয়েবসাইটে।
আসুন জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল নাম্বার ছাড়াই আপনি পেয়ে যাবেন ঐ বারো ডিজিটের ইউনিক সংখ্যা।
১। প্রথমেই আপনাকে লগ-ইন করতে হবে UIDAI এর ওয়েবসাইটে
uidai.gov.in;- এ
২। তারপর ইউআইডিএআই- এর হোম পেজে মাই আধার অপশনে যেতে হবে।
৩। ক্লিক করুন অর্ডার আধার রিপ্রিন্ট
৪। দিতে হবে ১২ সংখ্যার আধার নাম্বার বা ১৬ সংখ্যার VID নাম্বার
৫। তারপর দিতে হবে সিকিউরিটি কোড
৬। ক্লিক করতে হবে ‘My mobile number is not registered’ (মাই মোবাইল ইজ নট রেজিস্টার্ড) অপশনে।
৭। একটি অন্য ফোন নাম্বার দিতে হবে যার সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা নেই।
৮। এন্টার করুন সেই অল্টারনেট ফোন নাম্বার।
৯। ক্লিক করুন ওটিপি ট্যাবে
১০। টার্মস এবং কন্ডিশনের বক্সে ক্লিক করে সাবমিট করুন।
১১। এরপর ওটিপি অথেনটিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
১২। প্রিভিউ আধার লেটার আপনার কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে।
১৩। ই-আধার ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে।
১৪। তারপর একটা রিসিট তৈরি হবে আপনার ডিজিটাল সই সহ। পিডিএফ ডাউনলোড করে নিলেই আপনার ই-আধার চলে আসবে আপনার কাছে।
ব্যুরো রিপোর্ট