Trending

পড়ুয়াদের ভবিষ্যৎ রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন জোড়ালো পদক্ষেপ। যা একদিক থেকে তাঁর বাংলার খুঁটি অনেকটাই শক্ত করে দিয়েছে। রাজ্যে এমন অনেক মেধাবী পড়ুয়া আছেন যারা স্রেফ পয়সার অভাবে বঞ্চিত থেকে যান উচ্চশিক্ষা থেকে। তাই পড়াশুনোর পথে যাতে কোনরকম বাধা সৃষ্টি না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মগজাস্ত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মাধ্যমে একজন পড়ুয়া সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কিন্তু এই কার্ড পেতে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন জানাবেন, আসুন জেনে নেওয়া যাক।
১। প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in বা banglaruchchashiksha.wb.gov.in এ যেতে হবে। অথবা https://wbscc.wb.gov.in/ এ যান।
২। ক্লিক করুন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে।
৩। নতুন পেজ খুললে প্রয়োজনীয় তথ্য সেখানে দিতে হবে। যেমন নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি। খেয়াল রাখবেন, আধার কার্ড থাকা বা না-থাকার ওপর নির্ভর করে ভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম। পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে রেজিস্টারে।
৪। এখানে দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। যা ভেরিফাই করতে হবে।
৫। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পাওয়া যাবে একটি রেজিস্ট্রেশন আইডি। তার সঙ্গে ফোনেও পাঠানো হবে লগইন সংক্রান্ত যাবতীয় তথ্য।
৬। এরপর চলে যান wbscc.wb.gov.in এ। সেখানে স্টুডেন্ট লগইনে ক্লিক করুন।
৭। রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। খুলে যাবে একটি ড্যাশবোর্ড। তারপর অ্যাপ্লাই নাউতে ক্লিক করুন।
৮। সেখানে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। দিতে হবে বিভিন্ন তথ্য। প্যান কার্ড না থাকলে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস ডাউনলোড করতে হবে। তারপর ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করুন।
৯। নতুন একটি পেজ খুলবে। আধার কার্ড থাকলে বা না থাকলে সেই ভিত্তিতে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
১০। নথি আপলোডের পর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে।
১১। নতুন পেজ খুলে গেলে সব তথ্য মিলিয়ে ক্লিক করুন সাবমিট অ্যাপ্লিকেশনে। পরিবর্তনের জন্য যেতে হবে এডিট লোন অ্যাপ্লিকেশনে।
১২। পড়ুয়া দেখতে পাবেন ড্যাশবোর্ডে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড টু এইচওআই।
১৩। এরপর স্কুলের তরফ থেকে আবেদন পত্র পাঠানো হলে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফরোয়ার্ডেড বাই এইচওআই টু এইচইডি।
কারা কারা এই সুযোগ পাবেন?
যারা কমপক্ষে এই রাজ্যে ১০ বছর রয়েছেন তাঁরাই পাবেন এই সুযোগ।ঋণ নেওয়া যাবে ৪০ বছর পর্যন্ত।দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পটির সুবিধা পাওয়া যাবে।
ব্যুরো রিপোর্ট