Daily
চাষবাস করেন আপনি? কিংবা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে? তাহলে নিশ্চয়ই শুনে থাকবেন বাংলার শস্য বিমা যোজনার কথা, শুনেছেন কিন্তু আবেদন করেননি তাই তো? কারা কারা পাবেন এই যোজনার আওতায় টাকা? এই প্রশ্ন আছে তো? তারও উত্তর মিলবে এই ভিডিওতে। দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ।
ঝড়, জল, রোদে কিংবা কোন প্রাকৃতিক দুর্যোগে আপনার ক্ষেতের ফসল যদি নষ্ট হয়ে যায়, আর আপনার যদি বাংলা শস্য বিমা যোজনায় নাম লেখানো থাকে তাহলে আপনার কপালে আর যাই হোক চিন্তার ভাঁজ আর পড়বে না। কেননা আপনার ক্ষেতের নষ্ট হওয়া ফসলের আর্থিক মূল্য আপনাকে দেবে রাজ্য সরকার এই বাংলা শস্য বিমা যোজনায়। আর সবথেকে বড় কথা এর জন্য আপনাকে একটা টাকাও প্রিমিয়াম গুনতে হবেনা। প্রিমিয়ামের পুরো টাকাটাই আপনার হয়ে দেবে রাজ্য সরকার।
আপনাদের আরো একটা প্রশ্ন আছে। কারা এই শস্য বিমা যোজনায় আবেদন করতে পারবেন? কিষাণ ক্রেডিট কার্ড থাকলে কি আবেদন করতে পারবেন- এই প্রশ্নও উঠছে তো? হ্যাঁ। এই প্রশ্নেরও উত্তর দেব। দেখুন স্ক্রিনে আমরা দেখাচ্ছি কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
১) কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) শুধুমাত্র জমির মালিক নয়। ভাগচাষিরাও পাবেন বাংলা শস্য বিমার সুবিধা।
৩) আর কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও কৃষক বাংলা শস্য বিমা যোজনায় নাম লেখাতে পারবেন।
তবে তিন নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আবেদনকারি শুধুমাত্র ফসলের ক্ষতির সম্মুখীন হলে তবেই পাবেন এই বিমার সুবিধা।
তাহলে কৃষকবন্ধুরা বুঝতে পারছেন বাংলা শস্য বিমা যোজনা বাংলার কৃষকদের হাটে বিপদের সময় কত বড় ভরসা। তবে হ্যাঁ। আপনারা অনেকেই হয়ত আবেদনের সঠিক পদ্ধতি জানেন না। আসুন দেখে নেওয়া যাক, কিভাবে আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করতে হবে
১) প্রথমেই প্রকল্পটির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ঠিকানাঃ https://banglashasyabima.net এ ক্লিক করতে হবে।
২) এরপর Registration অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
৩) স্ক্রিনে Registration form টি খুলে গেলো। (আপনাদের দেখাচ্ছি বাংলা শস্য বিমা যোজনার ফর্মটি। এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে।)
৪) এরপর আপনি আপনার নিজের ই-মেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারেন। এবং আপনার ফর্মটি ট্র্যাকও করতে পারেন।
এ তো গেল অনলাইনের কথা। আপনাদের মনে প্রশ্ন আছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন না। তাঁরা কিভাবে করবেন।
অফলাইনেও আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফর্ম পাবেন
নিকটবর্তী পঞ্চায়েত, ব্লক অফিস বা কিষাণমান্ডি থেকে।
আর যদি সেখানেও কোন অসুবিধা হয় তাহলে অবশ্যই ফোন করুণ সরকারের দেওয়া এই টোল ফ্রি নম্বরে। দেখুন স্ক্রিনে আপনাদের এই টোল ফ্রি নম্বরটি দেখাচ্ছি।
দেখছেন তো এই টোল ফ্রি নাম্বারটি (1800-103-1100)
তবে হ্যাঁ। ২০২১ সালে বাংলা শস্য বিমা যোজনার ফর্ম কিভাবে ডাউনলোড করবেন তা নিয়েও অনেকের প্রশ্ন আছে। ওয়েবসাইটে সামান্য কিছু পরিবর্তন হলেও মোটামুটি বিষয়টি একই রয়েছে। দেখুন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন কি করতে হবে আপনাকে ফর্ম ডাউনলোড করার জন্য।
১) প্রথমেই বাংলা শস্য বিমার অফিশিয়াল সাইটে যেতে হবে। সাইটের অ্যাড্রেস আগেও আপনাদের দেখিয়েছি। এখনো আরো একবার দেখাচ্ছি। https://banglashasyabima.net
২) এই সাইটে গেলেই হোম পেজটি আপনাদের সামনে খুলে যাবে। আর হোম পেজে গিয়ে Application Form for Rabi 2021 লিঙ্কে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
এই ভিডিওতে আমরা আপনাদের দেখালাম বাংলা শস্য বিমা যোজনায় কিভাবে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। যদি কেউ অনলাইন প্রসেস না পারেন তাহলে তিনি পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন। কিংবা আপনার নিকটবর্তী যেকোন তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও আপনি অনলাইনে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এইভাবে ডাউনলোড করা ফর্ম পূরণ করুন। এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি জেরক্স করে কৃষিবিভাগে জমা দিন। তবে নথির মধ্যে অবশ্যই জমির কাগজপত্র। কী ফসল চাষ করছেন তার বিবরণ। তার অর্থমূল্য। আধার কার্ড। ভোটার কার্ড এবং ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতার জেরক্স কপিও আপনাকে দিতে হবে। আশা রাখি, আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।