Story
বিশ্ববিখ্যাত ফরাসি চিত্র পরিচালক ফ্রাঁসোয়া ত্রুফো একবার বলিউড নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। সেই ওয়ান ম্যান হচ্ছেন অমিতাভ বচ্চন। বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার মুখ বলতে তখন বিগ বি। তারপর সময় পেরিয়েছে। কিন্তু বলিউডের দাপট কোন অংশে কমেনি। বরং উত্তরোত্তর বেড়েই গিয়েছে। তারপর হঠাৎ করেই পাল্টে গেল পুরো স্রোত।
২০১৭-য় বাহুবলী। ২০১৮-য় রোবট ২.০। ২০২১-এ পুষ্পা। ২০২২-এ আরআরআর এবং কেজিএফ। একদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভরা মরশুম। অন্যদিকে ফিকে হচ্ছে বলিউড। অ্যাকশন, ড্রামা সবই আছে। তবু কোথাও যেন সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একেবারে হারিয়ে যাচ্ছে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। আর যে কারণে রিজিওনাল সিনেমার মুখ থেকে রামচরন, জুনিয়র এনটিআর বা প্রভাসের মতন দক্ষিণী সিনেমার নায়করা হয়ে উঠছেন ভারতীয় সিনে জগতের পরিচিত মুখ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়েক বছর আগে পর্যন্ত যেখানে শাহরুখ খান থেকে সলমন খান বা আমির খান থেকে অক্ষয় কুমারের মত একাধিক বলিউড অভিনেতাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আজ সেই বলিউড ব্যবসাই কার্যত পদে পদে হোঁচট খাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। ফিকে হয়ে পড়ছে একের পর এক প্রথম সারির বিগ বাজেটের মুভি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেন বলিউড সিনেমা হেরে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে? জেনে নিন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ