Trending
আধার কার্ডের গুরুত্ব কতটা, তা প্রত্যেক ভারতীয়র কমবেশি জানা আছে। ব্যাঙ্ক থেকে ট্যাক্স থেকে নাগরিকত্বের পরিচয়- সর্বত্রই আধার কার্ড আবশ্যিক। কার্ডের ওপর প্রিন্ট করা ঐ ১২ সংখ্যার ইউনিক নম্বরের প্রয়োজনীয়তা উত্তরোত্তর বেড়েছে। এই অবস্থায় যদি আধার কার্ডে কোন ভুল বেরোয়, তখন ঠিক করাতে গেলে রীতিমত হিমসিম খেতে হয় সাধারণ মানুষকে। কোথায় যাবেন, কি করবেন এইসবের পাশাপাশি নথি ঠিক করতে কত টাকা খরচ করতে হয় সেই বিষয়েও রয়েছে সীমিত জ্ঞান। তাই আজ জেনে নেওয়া যাক, আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ নথিতে কোন তথ্য ভুল থাকলে তা আপডেট করতে কত কি খরচা হতে পারে।
আধারে যদি আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হয় তাহলে আপনাকে যেতে হবে আপনার কাছের কেন্দ্রটিতে। সেখানে গিয়েই আপনি বায়োমেট্রিক আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপডেশন ফি হিসেবে খরচ পড়বে ১০০ টাকা। এছাড়া আপনি যদি ই-আধার চান বা রঙিন প্রিন্ট করতে চান তার জন্য খরচ পড়তে পারে ৩০ টাকার মত। আর ডেমোগ্রাফিক আপডেট করতে হলে খরচ হবে ৫০ টাকা। এর চেয়ে কেউ বেশি অঙ্ক আপনার কাছ থেকে চেয়ে বসলে অভিযোগ জানাতে পারেন ১৯৪৭ নম্বরে ফোন করে।
তবে খেয়াল রাখবেন, কেন্দ্রে গিয়ে যদি আপনাকে আধার কার্ড আপডেট করতে হয় তাহলে আপনার বর্তমান আধার কার্ডটি নিয়ে যাওয়া প্রয়োজন।
ব্যুরো রিপোর্ট