Start-Up Story
কলকাতা শুধুই কি মধ্যবিত্তের শহর? যে শহরের অর্থনীতির শিকড় রয়েছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, ফিনান্সিয়াল এবং ট্রেড অ্যাক্টিভিটিজে। কলকাতা যাকে একটা সময় কনস্ট্রাকশন বিজনেসে পিছনে ফেলে দিয়েছিল মুম্বই-এর মত শহর, সেই কলকাতায় তৈরি হয়েছে একের পর এক অ্যাম্বিশাস প্রোজেক্ট। পূর্ব ভারতের মোস্ট ইম্পরট্যান্ট ফিনানশিয়াল হাব কলকাতা। হোটেল, শপিং মল এইসবই কলকাতাকে রিয়েল এস্টেট সেক্টরে একটা মেজর বুম দিয়েছে। কিন্তু শুরুটা যে অনেক আগেই। মণি গ্রুপ, যার হাত ধরে কলকাতা পেয়েছে মণি স্কোয়ার, ম্যারিয়ট বা দ্য ৪২-এর মত বিল্ডিং।
মধ্যবিত্ত বাঙালিকে আকাশছোঁয়ার স্বপ্ন দেখিয়েছেন তাঁরা। রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের অন্যতম মহীরুহ মণি গ্রুপের কর্ণধার, মিঃ সঞ্জয় ঝুনঝুনওয়ালার সঙ্গে কলকাতা এবং বাংলার ডেভলপমেন্ট নিয়ে খোলামেলা আলোচনা শুধুমাত্র বিজনেস প্রাইম নিউজে।