Prime
Daily
উদ্ধারকাজ চালানোর জন্য হলদি নদীতে হোভারক্রাফট
By Business Prime News | May 27, 2021
Daily
ইয়াসের দাপটে এমনিতেই লন্ডভন্ড হয়ে গেছে উপকূলের এলাকাগুলি। হলদি নদীর তীরবর্তী অঞ্চলগুলিতেও ইয়াসের ধ্বংস চিহ্ন রয়েছে। এই সকল এলাকাগুলোর কী অবস্থা যাচাই করার জন্য উদ্ধারকাজে নামল দুটি হোভারক্রাফট।
হলদিয়া উপকূলীয় রক্ষী বাহিনীর দুটি হোভারক্রাফট হলদি নদীর ওপর দিয়েই ছুটতে শুরু করে নয়াচর দ্বীপে যারা আছেন, তাঁদের উদ্ধারের জন্য। এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেদিকেও তারা নজরদারি চালায়। এদিকে ইয়াস শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার দরুণ আজ রাজ্যের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মানস আদক, হলদিয়া