Daily

পাপাই সরকার, পূর্ব বর্ধমানঃ বিধানসভা ভোটের মুখে বর্ধমান সরাইটিকর গ্ৰাম পঞ্চায়েতের খাগড়াগর এলাকা দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদীর বেশ কিছু অংশ ভরাট করে চলছে গৃহ নির্মাণ। খবর সংগ্রহ করতে গেলে হেনস্থার শিকার হতে হয় বিজনেস প্রাইম নিউজ এর সাংবাদিককে ।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।এবিষয়ে জেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছেনা বলে জানালেন তৃণমূলের বর্ধমান ১ নং ব্লক সভাপতি কাকুলি গুপ্তা ।একিই কথা বলেন সরাই টিকর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উৎপল ঘোষ।
মঙ্গলকাব্যে উল্লেখ আছে বেহুলা লক্ষিন্দরের নাম।বেহুলা নামেই বর্ধমান সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে গেছে এই নদী । এই বেহুলা নদীর বেশ কিছু অংশ ভরাট করেই দীর্ঘ দিন ধরে চলছে গৃহ নির্মাণ। এর আগেও এই বেহুলা নদীর বিস্তৃণ এলাকা ঘিরে চলছিল গৃহ নির্মানের কাজ । এই মর্মে তৎকালীন জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তদন্ত করেছিলেন তৎকালীন জেলা শাসক।কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ফের জবর দখল করে গৃহ নির্মাণ করছেন স্থানীয় কিছু মানুষ।
নদী ভরাট কারী সেখ সানি বলেন এটা আমাদের মালিকানা।স্থানীয় বাসিন্দারা বলেন বেআইনী ভাবে নদী ভরাট করে একশ্রেনীর মানুষ নিজের ইচ্ছে মতো দখল করে নিচ্ছে। বর্ধমান ১ নং ব্লকের তৃণমূল সভাপতি কাকুলী তা আরও বলেন বেহুলা নদী একটি বহু পুরোন নদী। এর আগেও এই নদী ভরাটের অভিযোগ উঠেছিলো সেইমত আমরা জেলা প্রশাসনকে বারংবার জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। সরাই টিকর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উৎপল ঘোষ বলেন আগেও এই ধরনের অভিযোগ আগে পেয়ে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও জেলাশাসকেও জানান হয়েছিলো জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করে সংস্কার করা হয়েছিলো।আজ এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ করলে তা ক্ষতিয়ে দেখা হবে। এবং সামনে বর্ষার আগে বেহুলা নদীর সংস্কার করা হবে। পাশাপাশি খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক হেনস্থার করায় তীব্র নিন্দা করে উপ প্রধান।