Prime
Daily
ভারী বৃষ্টিতে মুম্বাইতে বহুতল ভেঙে মৃত ১১
By Business Prime News | June 10, 2021
Daily
বিনা মেঘে বজ্রপাত। একটানা প্রবল বৃষ্টিতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাডে এলাকায়। গত বুধবার রাতে ভেঙে পড়ে চারতলা বাড়িটি। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হওয়া আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এই এলাকার একাধিক বাড়িকে আগেই পুরসভা তরফে ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল। তবুও সচেতন হননি কেউই। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বিডিবিএ মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে। যারা যখন অবস্থায় আটকে পড়েছিলেন তাদের দমকল ও পুলিশকর্মীরা উদ্ধার করেছেন। বহুতলটি ভেঙে পড়ার সময় অধিকাংশ আবাসিক সহ বেশ কয়েকটি শিশুও ছিলেন ঘরের ভিতরে।
বুধবার একটানা বৃষ্টির জেরে বাণিজ্যনগরীর একাধিক এলাকায় জল জমে যায়। আগামী চারদিন গোটা মহারাষ্ট্রে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
ব্যুরো রিপোর্ট