Market

করোনার কারণে সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে হোটেল ব্যবসা। এই ব্যবসার সঙ্গে যুক্ত অন্ততপক্ষে ৫ কোটি মানুষ রয়েছেন যারা কাজ হারিয়েছেন। সংখ্যাটা যাতে আর না বাড়ে, তাই কিছুটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন হোটেল-ব্যবসা সংগঠনের বিশেষজ্ঞরা।
সরকারের পক্ষ থেকে যতবার লকডাউন ঘোষণা করা হয়েছে, ততবারই মুখ থুবড়ে পড়েছে হোটেল শিল্প। সবার আগে দরজা বন্ধ হয়েছে এই ব্যবসার। এতদিনের সেই ক্ষত কাটিয়ে যখনই আশার আলো দেখছিল এই শিল্প, ঠিক তখনই বাধ সাধলো ওমিক্রন। যে কারণে রীতিমত ধুঁকছে হোটেল বাণিজ্য। চরম লোকসানের মুখে দাঁড়িয়ে আছে শিল্প। এরই মধ্যে মেটাতে হচ্ছে সরকারি ফি এবং কর। তাই কর মকুবের আর্জি জানিয়ে সটান প্রধানমন্ত্রীকে চিঠি লিখল সংগঠন। যদি সুরাহা হয়।
এরইমধ্যে মরশুম শেষে প্রায় ঝাঁপ বন্ধ হচ্ছে পর্যটন ব্যবসার। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো বাস্তবে সম্ভব কি না, তা নিয়ে কার্যত দ্বন্দ্বে রয়েছেন হোটেল – রেস্তোরাঁ মালিকরা। এদিকে ব্যবসা বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতেই হচ্ছে প্রতিষ্ঠানকে। তাই সরকারি ত্রাণের প্রয়োজন মনে করছে হোটেল ব্যবসার শিল্প মহল।
ব্যুরো রিপোর্ট