Market

উৎপাদন শুল্ক কমানোয় ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে কেন্দ্রের ! কিন্তু এই ক্ষতি স্বীকার করার পিছনে কারণ কী? দিওয়ালির দিনে দিনভর চর্চা শুধু এই নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী দিওয়ালির আগে দেশবাসীকে উপহার দিলেন জ্বালানির দাম সামান্য কমিয়ে? রাজধানীতে দিনভর চর্চা শুধু জ্বালানির দাম কমানো নিয়ে।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য জ্বালানির দাম কিছুটা কমানোর দরকার ছিল। দাম কমানোর পক্ষে মত দিয়েছিলেন দেশের অর্থনীতিবিদরা। কিন্তু কে কার কথা শোনে! আসলে উপনির্বাচনে হারের ধাক্কা বিজেপি নিতে পারেনি। এরপরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেখানে মোদীর রীতিমতো চ্যালেঞ্জ। সেই নির্বাচনে ভরাডুবি হলে মুখ পুড়বে বিজেপি। কংগ্রেসের হাত শক্ত হবে। রাজনীতির চোরাস্রোত বন্ধ করার জন্য বিজেপি তড়িঘড়ি আসরে নেমেছে।
এতেও তরজা থামেনি। বিজেপি বিরোধীদের প্রশ্ন, এখন তো বিশ্ব বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। এখন কী করে দাম কমাল কেন্দ্র? কেন আগে দাম কমায়নি। আসলে বছর গড়ালেই উত্তরপ্রদেশ, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট। তাই কি এখন জ্বালানির দাম কমিয়ে মন জয়ের চেষ্টা বলে মনে করছেন বিজেপি বিরোধীরা।
উৎপাদন শুল্ক কমানোর জেরে সরকারের প্রতি মাসে ৮৭০০ কোটি টাকা লোকসান হতে চলেছে ৷ অয়েল ইন্ডাস্ট্রির সূত্রের খবর অনুযায়ী, শুল্ক কমানোর জেরে বছরে ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে সরকারের। চলতি আর্থিক বছরের বাকি সময়ের জন্য ৪৩৫০০ কোটি টাকার প্রভাব পড়তে চলেছে ৷
হোক ক্ষতি। ভোট বড় বালাই এই দেশে।
ব্যুরো রিপোর্ট