Daily

কোভিড মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটে নি। বাস্তবে মৃত্যুর সংখ্যা আর সরকারি পরিসংখ্যান, এক্কেবারে অমিল। এই মতবিরোধের সমাপ্তি ঘটাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো কেন্দ্র।
করোনা আক্রান্ত রোগী বাড়িতে অথবা হাসপাতাল চত্বরের পার্কিং জোনে মারা গেলে তার রেকর্ড হাসপাতালের কাছে থাকতো না। কাজেই সত্যিকারের মৃত্যু পরিসংখ্যান নিয়ে তৈরি হয় সমস্যা। মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং দিল্লিতে গত কয়েকমাসে সরকারি পরিসংখ্যান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে এই পাঁচটি রাজ্যে প্রায় ৪.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে যেই কারণ গুলি অজানা।
গত শনিবার কেন্দ্রের তরফে একটি ১৮৩ পাতার এফিডেভিট জমা পড়ে, যেখানে বলা হয়, এবার থেকে মৃত্যু যেখানেই হোক না কেন সার্টিফিকেট দেবে হাসপাতালই। এবিষয়ে কোনো চিকিৎসক গাফিলতি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আবার ডাক্তাররা হেনস্থার শিকার হলেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হয়েছে।
ব্যুরো রিপোর্ট