Daily

হাসপাতালে ভর্তি ছিলেন মাত্র ৩৬ ঘন্টা। পরিবারকে বিল ধরাল ১২ লক্ষ টাকা। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে গেছে পরিবারের লোকেদের। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অসীম দত্ত নামের এক ৫৭ বছর বয়সী করোনা রোগীকে গত ১৪মে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ তারিখ দুপুর আড়াইটা নাগাদ ঐ রোগীর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট নিতে গেলে পরিবারের লোকেদের হাসপাতাল কর্তৃপক্ষ বিল ধরায় যা দেখে চমকে যান পরিবারের লোকজন। বিলের অঙ্ক প্রায় ১১, ৯৩, ৮৬০ টাকা।
হাসপাতাল সূত্রে খবর ঐ রোগীকে একমো সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা অত্যন্ত ব্যয়বহুল। যদিও বিলের অঙ্ক পুনর্বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল।
ব্যুরো রিপোর্ট