Market

পুজো আসছে। আর বাঙ্গালী নারীর কাছে পুজোর মূল আকর্ষণ হল শাড়ি। শাড়ি, বাঙ্গালী নারীর এক ভীষণরকম দুর্বলতা বলা যেতে পারে। আর এই ইমোশনের কথা মাথায় রেখেই বেশ অনেকদিন আগে থেকেই পুজোতে বিক্রি বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলার অন্যতম সমবায় সংস্থা তন্তুজ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন যে বাংলার তাঁতের হাটে একদম নিজস্ব নকশার কাপড়ের যে প্রদর্শনী তারা করেছিল তা ক্রেতাদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। আর তাই পুজোর মরশুমে তাদের বিক্রি যে বেশ ভালো রকম বৃদ্ধি পাবে সেই ব্যাপারে সংস্থা বেশ আশাবাদী।
অনেকদিন ক্ষতিতে চলার পর ২০১৬ সাল থেকে একটানা লাভের মুখ দেখছে তন্তুজ। ২০১৬ সালে প্রায় ৩ কোটি টাকা লাভ হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভারস কোঅপারেটিভের অন্তর্গত এই সংস্থার। গত অর্থবর্ষে তন্তুজের বিক্রি হয়েছে প্রায় ২৬৮.৭০ কোটি টাকার আর নিট মুনাফার অঙ্ক প্রায় ৫ কোটির কাছাকাছি। রবীন্দ্রনাথ বাবু আরও জানিয়েছেন যে সারা রাজ্যে মোট ৭২ টি বিপণি রয়েছে। তার মধ্যে হুগলীর শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর এর দোকানগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও বিক্রি বেড়েছে। তিনি আশা রাখেন যে চলতি অর্থবর্ষে মুনাফার অঙ্কও আরও বৃদ্ধি পাবে।
ধারাবাহিকভাবে লাভের পরিমাণ বাড়তে থাকায় বর্তমানে এই সংস্থা ব্রান্ড পুনর্গঠনের ওপর জোর দিতে শুরু করেছে। পণ্য বৈচিত্র্য নিয়ে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে বিক্রি শুরু করার কথা ভাবতে শুরু করেছে তন্তুজ। উৎসবের সময় কেমন বিক্রি হয়, কতটা লাভ হয় তা দেখেশুনে আরও নতুন বিপণি খোলার পরিকল্পনাও রয়েছে তাদের। খুব সম্প্রতি হ্যান্ডলুম এবং পোশাকের উন্নত কোয়ালিটির জন্য স্টার অফ গভরনেন্স-স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলার এই সংস্থা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ