Daily
রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে শোকজ প্রসঙ্গে মুখ খুললেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন কাউকে যদি শোকজ করতে হয় তবে ভারতের নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলিকে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত শোকজ করা উচিত।
এদিন দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হেলিকপ্টারে ও লঞ্চে পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক আরো বললেন, কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয় তবে আমাকেও চিঠি দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিন।
অন্যদিকে, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাংলা করোনা ও ইয়াস নিয়ে লড়াই করছে তখন তাকে দিল্লিতে অ্যাটাচ করার চেষ্টা চলছে।
অন্যদিকে, রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের মুখ্য সচিব পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও বিরোধ যে সহজে মেটবার নয় তা বোঝাই যাচ্ছে শাসক-বিরোধী তরজায়
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।