Daily

শুরু হয়েগিয়েছে উৎসবের মরসুম। প্রায় দোরগোড়ায় দুর্গা পুজো আর দীপাবলি। আর উৎসবের এই ভরা মরশুমে ব্যাপক উত্থানের আশা দেখছে হোম অ্যাপ্লায়েন্স সেক্টর। অ্যাপ্লায়েন্স ও কনজিউমার ডিউরেবল কোম্পানিগুলি এই সিজনে লাভের মুখ দেখছে ইতিমধ্যেই। কোভিডের আগের স্তরের লাভের সীমাও এই মরশুমে অতিক্রম করে যেতে পারে বলে আশা করছে সংস্থাগুলি। LG, Sony, Panasonic, Samsung, Godrej Appliances, Haier, Voltas, Thomson, BSH Home Appliances -এর মতো সংস্থাগুলি এই আশা করেছে।
কোন গ্রাহক এমন আছে যার সেল প্রিয় নয়? আর এই উৎসবের মরসুমে তো সংস্থা গুলো নিজেদের বিক্রি বাড়াতে সেল দিয়েই থাকে। গ্রাহকেরা সেলের আওতায় এমনিতেই অনেকটা সস্তায় জিনিস পেতে পারেন। ওয়ারেন্টি স্কিম, EMI -এর সময় বাড়াতে পারে কোম্পানিগুলি এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে কোম্পানিগুলির চিন্তা বাড়িয়েছে দেশজুড়ে একাধিক এলাকায় ব্যাপক বর্ষা । উদ্বেগ রয়েছে এন্ট্রি লেভেলের বিক্রি নিয়েও। এছাড়াও 7 থেকে 8 শতাংশ বেড়ে গিয়েছে হোম এ্যাপ্লায়েন্সে একাধিক জিনিসের দাম । তা সত্ত্বেও 35 শতাংশ গ্রোথের আশা করছে কোম্পানি। বিশেষজ্ঞরা প্রায় দ্বিগুণ বিক্রির আশা করছেন এই মরসুমে। স্মার্ট এসি, LED TV -র বিক্রি বেশি হবে বলে আশা করছে সংস্থাগুলি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ