Daily

আজ বুদ্ধপূর্ণিমা। বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন যিনি সেই মহাত্মা তথাগত গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস আজ।
তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল। তাই এই পুণ্য দিনের অন্য নাম দেওয়া হয় ‘বৈশাখী পূর্ণিমা’। জাগতিক মায়া বাঁধতে পারেনি তাঁকে। রাজপ্রাসাদের ঐশ্বর্য, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। কেটে যায় দীর্ঘ ছয় বছর। সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন।
তবে এবছর বন্ধ থাকছে সমস্ত রকম উদযাপন। করোনার কালো ছায়ায় সমস্ত বৌদ্ধ বিহার ও প্যাগোডায় হচ্ছে অনাড়ম্বর জীবন যাপন। বন্ধ থাকছে সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি। বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুরা বিহারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনাসহ ধর্মীয় কার্য সমাধা করবেন। আনুষ্ঠানিক জমায়েত এড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
ব্যুরো রিপোর্ট