Prime
Daily
ঐতিহাসিক সাফল্য ভারতীয় রেলের, রেলপরিসেবায় যুক্ত হলো উত্তর-পূর্বের মণিপুর
By Business Prime News | July 10, 2021
Daily
ভারতের রেল মানচিত্রে নয়া অভিষেক হলো মনিপুরের। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো, সর্বসাধারণ থেকে একাধিক রেল অধিকর্তা। গত শুক্রবার সফলভাবে এই রেলপথে ট্রেনের ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্তের রেল অধিকর্তা তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে লক্ষ ইম্ফল। অর্থাৎ আপাতত ইম্ফল অবধি পৌঁছবে ভারতীয় রেল। এরপর মণিপুর সংলগ্ন সীমান্ত সহর মোরেতে সর্বশেষ স্টেশন তৈরি করবে রেল। আর এখানেই আরো এক ইতিহাসের সাক্ষী থাকবে বিশ্ববাসী। কারণ শিলচর-ইম্ফল লাইনেই তৈরি হবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু।
ইতিমধ্যেই ট্রেনের ট্রায়াল রানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পাহাড়ের বুক চিঁরে, গুহার মধ্যে দিয়ে, গাছ-গাছালিকে পিছনে ফেলে ছুটছে ট্রেন, উঠেছে প্রশংসার জোয়ার। আপ্রাণ অপেক্ষায় মণিপুর তথা দেশবাসী।
ব্যুরো রিপোর্ট