Market

নতুন বছরের শুরুতে আবারও চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে। এবার ভারতের ফার্স্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিল। ২০২১ সালের নভেম্বরের পর ফের এবার ২০২২ সালের শুরুতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ালো এই সংস্থা। সংস্থার অন্তবর্তী খরচ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির জন্যই গত বছর হিন্দুস্তান ইউনিলিভার প্রোডাক্টের দাম বৃদ্ধি হয়েছিল বলে জানান হয়েছিল সংস্থার তরফে।
গায়ে মাখার সাবান, ডিটারজেন্ট সহ আরও বেশ কয়েকটি জিনিসের দাম বাড়িয়েছে ভারতের ফার্স্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে রিন সাবান, সার্ফ এক্সল সহ পিয়ার্স ও লাইফবয়। কাপড় কাচার সাবান রিন বারের দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত। পাশাপাশি, ১২৫ গ্রাম লাইফবয়ের বর্ধিত মূল্য ৩১ টাকা। অন্যদিকে, ১২৫ গ্রামের পিয়ার্সের দাম ৭৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩ টাকা। এবার থেকে ১ কেজি হুইল পাউডার কিনতে ব্যয় করতে হবে ৬২ টাকা। সার্ফ এক্সেল বারের দাম ২০ শতাংশ পর্যন্ত বেড়ে ১০ টাকা থেকে হয়েছে ১২ টাকা। রিন সাবানের ২৫০ গ্রামের ৪ টে বারের নতুন দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হয়েছে। আর ২৫০ গ্রামে একটি সাবানের দাম ১৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ টাকা। আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠবে, তা হলফ করেই বলা যায়।
সংস্থার প্রোডাক্ট এর দাম বৃদ্ধির ফলে বিভিন্ন কোম্পানি খুব শীঘ্রই তাদেরও বিভিন্ন প্রোডাক্টের দাম বৃদ্ধি করতে চলেছে বলে জানাচ্ছে বিভিন্ন এফএমসিজি সংস্থার ডিস্ট্রিবিউটারদের তথ্য।
ব্যুরো রিপোর্ট