Prime
Daily
সহারানপুর থেকে দেখা গেল হিমালয়
By Business Prime News | May 22, 2021
Daily
হেসে উঠল গিরিরাজ। লকডাউনের প্রভাবে বাতাসে কমেছে দূষণ। এবার তারই জেরে দেখা মিলল হিমালয়ের। উত্তরপ্রদেশের সহারানপুর থেকে। আর সেই ছবি মোবাইলবন্দি হবার পর থেকেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে হাওয়ার বেগে। কয়েক শত কিলোমিটার দূর থেকেই হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গ দেখতে পেয়েছেন সহারানপুরবাসী।
উল্লেখ্য, গত বছরেও ভরা লকডাউনে একই দৃশ্যের দেখা মিলেছিল। সেবারেও নেটমাধ্যমে ভাইরাল হয় হিমালয়ের ছবি। সেই একই দৃশ্যের প্রতিফলন ঘটল এবারেও। কেউ কেউ বলেছেন, ৩০-৪০ বছর আগে এমন দৃশ্য দেখা যেত। কারণ দূষণ সেইসময় আজকের মত ভয়াবহ হয়ে ওঠেনি। কেউ কিলোমিটারের হিসেব দিয়ে বলেছেন, সহারানপুর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত হিমালয়। দু’দিন ধরে ভারি বৃষ্টি এবং ঘূর্ণিঝড় তাওকতের কারণেই উধাও হয়েছে সমস্ত দূষণ।
ব্যুরো রিপোর্ট