Prime
Daily
দিঘায় পর্যটকের হাতে লাফাচ্ছে জ্যান্ত ইলিশ
By BPN DESK | December 17, 2021
স্বাদের বিচারে বাঙালির পাতে মাছের রাজা ইলিশ। বাজারে যখনই ইলিশ পাওয়া যায়, তার একশো শতাংশই হয় মরা। কিন্তু আজ দুপুরে জ্যান্ত ইলিশ হাতে পেলেন দিঘার পর্যটকরা। নদীতে দু’এক সময় ইলিশের দেখা মিললেও তা জীবিত থাকে মাত্র দু’এক সেকেন্ড। কিন্তু আজ দুপুরে দিঘা ট্রলার ভিরতেই পর্যটকরা হাতে পেলেন জ্যান্ত ইলিশ। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজে।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর