Academy

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তন আসতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের সেমেস্টার পদ্ধতির মতই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও হবে সেমেস্টার পদ্ধতিতে।
আগামী বছর যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেনীতে ভর্তি হবে তারাই প্রথম সেমেস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। পরীক্ষা হবে দুই ধাপে। একাদশ শ্রেনীর পরীক্ষাও হবে দুটি সেমেস্টারে এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষাও হবে দুটি সেমেস্টারে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট ৪ টি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।
২০২১ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হন চিরঞ্জীব ভট্টাচার্য। তখনি তিনি এই পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারকে। সম্প্রতি তাতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। তিনি জানান যে, ২০২৫ সালে নভেম্বর মাসে দ্বাদশ শ্রেনীর যে প্রথম সেমেস্টার হবে তা হবে এমসিকিউ বেসড। পরীক্ষার্থীরা উত্তর দেবে ওএমআর শিটে। আবার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে ২য় সেমেস্টার হবে তাতে শর্ট আনসার ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে। দুই সেমেস্টারের পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার ফল বের হবে। তবে প্র্যা্কটিক্যাল পরীক্ষা হবে একটাই।
আসলে অল ইন্ডিয়া লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেগুলো সবই হয় ওএমআর শিটে। সেক্ষেত্রে বাংলার স্টুডেন্টরা যাতে ভাল রেজাল্ট করতে পারে, ওএমআর শিটে পরীক্ষা দিতে গিয়ে যাতে তারা কোন অসুবিধায় না পড়ে সেই কারণে স্কুল থেকেই তাদের এই অভ্যাসে অভ্যস্থ করা হবে। স্টুডেন্টরা যাতে এই নতুন পদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে তাই আস্তে আস্তে সময় নিয়ে এই পদ্ধতি চালু করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ