Daily
আজ সকাল থেকেই রীতিমতো ফুঁসছে দীঘার সমুদ্র। উত্তাল সমুদ্রের বিশাল বিশাল ঢেউ গার্ডওয়াল ছাপিয়ে এসে পড়ছে রাস্তায়।
শুনশান দীঘার সমুদ্র সৈকতে শুধুমাত্র বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা ছাড়া কারোরই দেখা মিলছে না। রয়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও।
গতকাল বিকেলেই পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমনি ও তাজপুর সহ একাধিক সৈকতের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেচ দপ্তর পুরোপুরি ভাবে তৈরি রয়েছে যে কোন বিপর্যয় মোকাবিলার জন্য।
স্থানীয় ব্যবসায়ি বাপি সাউ জানিয়েছেন, আম্ফান দেখার পর ভয়টাই কেটে গিয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, ইয়াস আছড়ে পড়বে কালকে সকালের দিকেই। কিন্তু যেভাবে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল গুলির আবহাওয়া পরিবর্তিত হচ্ছে সেখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস কি আকার ধারণ করবে তার হিসেব কষতেই ব্যস্ত প্রশাসনিক আধিকারিকেরা।
পূর্ব মেদিনীপুর থেকে মানস আদকের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।