Prime
Daily
ইয়াস আর ভরা কোটালে সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে দীঘা
By Business Prime News | May 26, 2021
ইয়াসের তান্ডবে ডুবতে চলেছে দিঘা। ভরা কোটালে ইয়াস যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে। দিঘার রাস্তাঘাটে এখন শুধুই সমুদ্রের জল। ভেঙে পড়েছে গার্ডওয়াল। আমরা দেখতে পাচ্ছি সেই হাড় হিম করা জলোচ্ছ্বাসের ছবি।
ইতিমধ্যেই দিঘা শহর বিধ্বস্ত হয়ে পড়েছে। কার্যত লন্ডভন্ড হয়ে যেতে বসেছে এই সৈকত ভূমি। দেখুন কিভাবে সমুদ্রের জলে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি।
ইয়াসের সবরকম আপডেট পেতে নজর রাখুন বিজনেস প্রাইম নিউজে
দিঘা, বিক্রম লাহা