Market
যখন একদিকে অতিমারির ধাক্কায় ধরাশায়ী হয়েছে মানুষের ভবিষ্যত, পুঁজি খরচ হয়ে যাওয়ায় যখন সংসার চালাতে গিয়েই মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই আশঙ্কার পারদ আরও কিছুটা বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্কটি জানিয়েছে, মূল্যবৃদ্ধির হাত থেকে এখনই নিষ্কৃতি নেই। বরং আরও কিছু মাস বজায় থাকবে তার চোখ রাঙানি।
বলা হয়েছে, এই বছর বর্ষা চাঙ্গা থাকায় যতটা তুঙ্গে থেকেছে কৃষিক্ষেত্র ঠিক ততটাই ধরাশায়ী হয়েছে শিল্পক্ষেত্র। এছাড়া তো রয়েছেই জোগানে ধাক্কা। এদিকে গোদের ওপর বিষফোঁড়া হয়ে বসে রয়েছে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ফলে দুর্ভোগের শেষ এখনই হচ্ছে না। আর্থিক বিশ্লেষকরা মনে করছেন, যেভাবে জোগান ধাক্কা খাওয়ায় খাদ্যপণ্যের দাম বিদ্যুৎগতিতে বেড়েছে তেমনভাবে কিন্ত নামবে না। বরং যে জায়গায় পৌঁছে গিয়েছে দাম, সেখান থেকে নামা শুরু করতেই লেগে যাবে আরও কয়েক মাস।
ব্যুরো রিপোর্ট