Market
বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে রকেট গতিতে। যার প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। করোনার কামড় এ ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করেছে। সূত্রের খবর রাশিয়া, আমেরিকা এবং কানাডায় ফলন কম হওয়ার কারণে ব্যপক ঘাটতি নেমেছে উৎপাদনে। তার জেরেই গোটা বিশ্বে খাদ্যপণ্যের এমন আগুন দাম।
রাষ্ট্রপুঞ্জের খবর বলছে, বর্তমানে চাল ডাল বা গমের মত শস্যের যা দাম বিগত দশ বছরে তা এতটা বৃদ্ধি পায়নি। যার দরুন সমস্যার মধ্যে পড়েছে সেই সকল দেশ যাদের প্রধান খাদ্যতালিকায় রয়েছে এই সকল শস্য। পাশাপাশি ভোজ্য তেলও তৈরি করেছে নয়া রেকর্ড। শস্যের দাম যেখানে একমাসে বেড়েছে ৩.২ শতাংশ। সেখানে ভোজ্য তেলের দাম বেড়েছে ৯.৬ শতাংশ।
আমাদের দেশের অবস্থাও সেদিক থেকে অনেকটাই শোচনীয়। নিত্য মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস অবস্থা সাধারন মানুষের। একে জোগানে ঘাটতি তার উপর জ্বালানির আকাশছোঁয়া দাম। দেশের আভ্যন্তরীণ বাজারের মূল্যবৃদ্ধি যে বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিরই প্রতিফলন, সেই কথা স্বীকার করে নিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, এই ধাক্কা একমাত্র কাটতে পারে যদি ফলন স্বাভাবিক হয় তবেই।
ব্যুরো রিপোর্ট