Daily

সৌমিত্র গাঙ্গুলী, পশ্চিম বর্ধমান: ভোটের আগে দুই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সমন্বয়ে রাখতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। আসানসোল সার্কিট হাউসে এই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিক ও ঝাড়খণ্ডের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, ধানবাদের জেলাশাসক ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা ছিলেন বৈঠকে। মূলত ভোটের আগে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সমস্ত সীমান্তে নাকা তল্লাশি এবং সুরক্ষা নিশ্চিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভোটে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, কিংবা ভিন রাজ্যের লোকেরা এ রাজ্যে অশান্তি চালাতে না ঢুকতে পারে,সেই কারণে এই বৈঠক। ঝাড়খণ্ডের ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের তরফ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ঝাড়খন্ড সীমান্তে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হবে,বলেও জানিয়েছে ঝারখন্ড পুলিশ।