Daily
শহর কোলকাতার পুজো মানেই বনেদি বাড়ির পুজো ভার্সেস বারোয়ারি পুজো। তবে দুটোই সম্পূর্ণ ভিন্ন টেস্টের। বছরের অন্যান্য সময় কোলকাতা বা তার পাশ্ববর্তী জমিদার বাড়ির জীবনযাপন প্রণালী সাধারণ বাড়ির থেকে কিছু আলাদা নয়। কিন্তু যতই দুর্গাপুজোর দিন এগিয়ে আসে, ততই এই সম্ভ্রান্ত জমিদার বাড়িগুলো তাদের রীতিরেওয়াজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সময়ের সাথে হয়তো এই জমিদার বাড়িগুলোর জৌলুস খানিক কমেছে। হয়তো রীতিরেওয়াজেও কিছু কাটছাঁট হয়েছে। কিন্তু পুজোর উদযাপন একেবারে ষোলআনা। প্রায় ৩০০ – ৪০০ বছরের পুরনো এই বাড়ির পুজোতে আজও সেই পুরনো স্বাদ খুঁজে পাওয়া যায়।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর হরচৌধুরী বাড়ির দুর্গাপুজো এমনই এক বনেদি পুজোর উদাহরণ। তবে এখন জমিদারও নেই, জমিদারিও নেই। আর বাড়ি ভর্তি লোকজনও নেই। কারণ কর্মসূত্রে সকলেই কোলকাতাতে থাকেন। তাই গ্রামের এক প্রান্তে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থেকে আজ এক ম্লান ঐতিহ্য বহন করছে হরচৌধুরী বাড়ি। তবে, পুজোর কটা দিন তার চমকই আলাদা। বাড়ি ভর্তি লোকজন, আয়োজনের ব্যস্ততা, অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে একটা গমগমে ব্যাপার। প্রায় ৩৪২ বছরের পুরনো এই পুজোর সেই ইতিহাস জানালেন চৌধুরী পরিবারের সদস্য মহিতোষ হরচৌধুরী।
সামনেই পুজো। তাই তোড়জোড় চলছে জোরকদমে। শতাব্দী প্রাচীন দেওয়াল ফুঁড়ে গজিয়ে ওঠা বট, অশ্বত্থ পরিষ্কারের কাজ চলছে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে। চলছে নিজস্ব ঠাকুর দালানে প্রতিমা তৈরির কাজ। চলছে ঠাকুর দালান সংলগ্ন উঠোন পরিষ্কারের তোড়জোড়। কারণ আর কিছুদিনের মধ্যেই হরচৌধুরী বাড়িতে শুরু হবে লোকসমাগম। পুজো কাটাতে দূরদুরান্ত থেকে আসবেন পরিবারের সদস্যরা। একসঙ্গে পুজোর আনন্দে মেতে উঠবে ২৮ টি পরিবারের সদস্যরা। সে এক হৈ হৈ ব্যাপার।
এই পুজোর প্রধান আকর্ষণ হচ্ছে হাজার বাতির লণ্ঠন। আগে এই লণ্ঠনের আলোতেই সেজে উঠত পুজোমণ্ডপ। যা কিনা তৎকালীন সময়ে সুদুর জার্মানি থেকে আনা। এছাড়াও রয়েছে হাড়িকাঠ। যেখানে আগে বলি হতো। পরবর্তীতে তা বন্ধ করে দেন পরিবারের সদস্যরাই। এই এইটুকু ছাড়া আর কোন পরিবর্তন নেই হরচৌধুরী বাড়ির পুজোর আয়োজনে। এখানকার পুজোর বোধন থেকে বিসর্জন, সবটাই যেন এক রূপকথার গল্পের মত।
সবমিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধনের সাক্ষী থাকে এই জমিদারবাড়ির দালান। পুজোর প্রস্তুতি এবং তা নিয়ে পরিবারের ব্যস্ততা যা আবারও সকলের সামনে তুলে ধরল।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ