Trending

পুজো আসছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই একে একে লক্ষ্মী পুজো,কালী পুজো,ভাই ফোঁটা,ছট পুজো ইত্যাদি নানান উৎসব। আর এই উৎসবের মরসুমে সুষ্ঠ আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নবান্ন। এমনকি এই ব্যাপারে কাজও শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ উৎসবের সময়গুলোতে যাতে নিশ্চিন্তে এবং সুরক্ষিতভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য একটি হেল্প লাইন নম্বর চালু করা হবে। প্রশাসনিক সুত্র থেকে জানা গেছে যে নবান্ন তে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এই কন্ট্রোল রুম থেকেই চালু হবে এই হেল্প লাইন নম্বর।
আগামী ১৮ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে এই কন্ট্রোল রুমের সূচনা হবে। নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরের জরুরি অপারেশন সেন্টারে এই কন্ট্রোল রুমটি খোলা হবে। নম্বরটি হল ০৩৩-২২১৪-৩৫২৬। লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নম্বর। তারপর কিছুদিন বন্ধ। আবার দীপবলি উপলক্ষে ১২-১৬ নভেম্বর কার্যকর থাকবে নবান্নের এই কন্ট্রোল রুম।
এই কন্ট্রোল রুম বন্ধ হবে ছট পুজোর পর। উৎসবের সময় এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন বেশ কিছু ডব্লিউবিসিএস অফিসার। রাজ্যের যে কোন জায়গা থেকে মানুষ তার সমস্যার কথা এখানে জানাতে পারবেন এবং সমস্যার কথা শোনার পর জাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ