Daily

দক্ষিণ ২৪ পরগনার ৪ জায়গায় বসবে হেলিপ্যাড। রাজ্যের যেই জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়, যে জেলাটিকে সবচেয়ে বেশি প্রতিকূলতা ঠেকাতে হয়, এবার সেখানেই বিপর্যয় মোকাবিলার জন্য হেলিপ্যাড তৈরি করতে বদ্ধপরিকর রাজ্যের পরিবহনদপ্তর।
ময়লা, আমফান, ফণী, ইয়াস। আর প্রতিনিয়ত নদী বাঁধ ভেঙে অসহায় মানুষগুলোর সম্পত্তি গ্রাস করে চলেছে উত্তাল নদীগুলি। ক্ষতে মলম পড়লো কি না পড়লো, এসে পড়ে আরেক বিপদ। আর দক্ষিণ ২৪পরগনা জেলার সুন্দরবনে রয়েছে এমন বেশ কয়েকটি জায়গা যেখানে পৌঁছনো পর্যন্ত যায় না। সমুদ্রে রয়েছে ১০০টিরও বেশি দ্বীপ। বিপর্যয়ের সময় বৃদ্ধ, কিংবা অসুস্থ ব্যক্তি অথবা গর্ভবতী মহিলাদের উদ্ধার করতে রীতিমত বেগ পেতে হয় জেলাপ্রসাশনকে।
পরিস্থিতি সামাল দিতে জেলার ৪টি জায়গা অর্থাৎ পাথরপ্রতিমা, গোসাবা, কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার এলাকায় পরিবহন দপ্তরের উদ্যোগে তৈরি হবে হেলিপ্যাড। রাজ্য সরকারের হেলিপ্যাডগুলিই সেখানে ওঠা নামা করবে। ফলে বিপর্যস্ত এলাকায় পৌঁছে মানুষজনকে উদ্ধার করার প্রক্রিয়া সহজ হবে বলেই আশা করছে রাজ্য সরকার।
ব্যুরো রিপোর্ট