Prime
Daily
ভারি বৃষ্টিতে কাবু হতে পারে রাজ্য
By Business Prime News | June 12, 2021
Daily
বর্ষা প্রবেশ করেছে বাংলায়। তার জেরে ভারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পাহাড় থেকে সমতল সর্বত্র। কলকাতা এবং তার সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে, আলিপুর হাওয়া অফিস। কারণ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ- যার হাত ধরেই বাংলায় বর্ষা উপস্থিত।
শনিবার অর্থাৎ আজ এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উপকুলের নীচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও জানা যাচ্ছে। কলকাতার ভাগ্যেও রয়েছে বেশ দুর্ভোগ। কারণ ভারি বৃষ্টিতে ডুবতে পারে মহানগর। শনিবার এবং রবিবার দুই দিনই আকাশ মেঘলা থাকবে। রাজ্যে প্রভাব বাড়াবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
ব্যুরো রিপোর্ট