Daily

ঘূর্ণাবর্তের মধ্যে ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তর বঙ্গে, বৃষ্টি বাড়বে দক্ষিণেও। দুশ্চিন্তার ঘন মেঘ কাটতে না কাটতেই ফের দুশ্চিন্তার কবলে উত্তরবঙ্গ। ঘূর্ণাবর্তের কড়াল ভ্রূকুটি থেকে বাদ নেই দক্ষিণবঙ্গও।
প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলা। শনিবারে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
উত্তর এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো হাওয়া অফিস। অসমে তুমুল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিহার উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এদিকে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে কেরল এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।
ভারী বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন এলাকায়। দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। কিছু জেলায় বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমান। গরম এবং বৃষ্টি একইসাথে বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ব্যুরো রিপোর্ট