Daily

রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা স্বমেজাজে। এবং শুরু থেকেই গোটা রাজ্য জুড়ে চলছে তার দুর্দান্ত ব্যাটিং। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। এবার পালা উত্তরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ। ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে। বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারি বৃষ্টির কারণে ধসও নামতে পারে পাহাড়ের বেশ কিছু এলাকায়। মূলত কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে ২০০ মিলিমিটারের বেশি।
এছাড়াও জলপাইগুড়ি যেমন ভিজবে প্রবল বর্ষণে, তেমনই ভারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পংয়ে। মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও সক্রিয় থাকবে এই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিম অসম থেকে রাজস্থান বরাবর অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ।
ব্যুরো রিপোর্টট